Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ

 

 

উত্তর বেদকাশী ইউনিয়ন কয়রা উপজেলার মধ্যে একটি অন্যতম। এ ইউনিয়ন সৃষ্টির আদিকাল থেকে ১৯৫৯ খ্রিঃ পর্যন্ত এ ইউনিয়নটি ছিল বিশাল আয়তনের। তৎকালিন সময়ে এটি সবচেয়ে বড় আকারের ইউনিয়ন হিসাবে পরিগণিত ছিল। তখন এর আয়তন ছিল- সুদূর দক্ষিণ বেদকাশী থেকে বর্তমান কয়রা ইউনিয়নের আর্ধেক পর্যন্ত বিস্তৃত অর্থাৎ কয়রা ইউনিয়ন কয়রা মৌজা, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী ইউনিয়ন সমন্বয়ে গঠিত। নাম ছিল বেদাকাশী ইউনিয়ন যখন কয়রা উপজেলা জন্ম হয়নি তখন এই ইউনিয়নটি ছিল খুবই পরিচিত। আর এর করণ হিসাবে বলা যায় যে, এখানে ঐতিহাসিক ব্যক্তি বর্গের আগমনের জন্য এই ইউনিয়নটি এত প্রসিদ্ধ।

এখানে হযরত খান জাহান আলী (রঃ) তথা তদীয় শিষ্য বোরহান খাঁর বিশেষ ভক্ত শিষ্য অনুচর খালাস খাঁর বেদকাশী আগমন ঘটে। এখানে তার খনন কৃত প্রাচীন কীর্তি হিসেবে আজও কালের সাক্ষী হিসেবে বহমান বেদকাশীর বা কাশীর সেই বিখ্যাত সুমিষ্ট জলের দীঘি। যার প্রকৃত নাম ‘খালাস খাঁ দীঘি’ এ ছাড়া মুঘল আমলের বারো ভূঁইয়াদের মধ্যে অন্যতম প্রতাপশালী রাজা প্রতাপদিত্যের আগমন ঘটে এই বেদকাশীতে। এখানে তিনি এক বিশাল দুর্গ তৈরী করে বসবাস করেন দীর্ঘ দিন। রাজা প্রতাপদিত্যের পাশাপাশি এখানে আসেন ইতিহাসের আর এক নরপতি বসন্ত রায়। তিনিও তার কৃতিত্ব রেখে যান বেদকাশীর মাটিতে। তিনি এখানে খনন করেন আর এক বিশাল দীঘি। যা আজও লোকে লোনা দীঘি বলে জানে। এরপরও বলা যায়, কচুরায়ের কথা। তিনিও এখানে এসেছিলেন। আর এ সমস্ত রাজন্য ব্যক্তিগন এখানে স্মৃতি চিহৃ হিসেবে রেখে গেছেন (বেদকাশী মাটিতে) তাদের অমর কীর্তি কর্ম। যেমন বড়বাড়ির দুর্গ, বেদকাশীর মিষ্ট দীঘি, লোনা দীঘি, শীলপুকুর, পদ্ম পুকুর ও দুই সতীনের পুকুর সহ অন্যান্য।

এছাড়াও এখানে জন্ম গ্রহন করেছেন, দক্ষিণ খুলনার স্বানাম ধন্য কবি এবাদুল্লাহ। তার কাব্য গ্রন্থ মালঞ্চ, কওছার, মুক্তাহার, ঝরাফুল ও জরুরী নছিহত প্রভৃতি। এখানেই শেষ নয়,বেদকাশীর ঐতিহাসিক খালাস খাঁ দীঘির দক্ষিণ পশ্চিম পাড়ে চির ঘুমে আচ্ছন্ন মাওলানা এ,এফ,এম, হাবিবুল্লাহ শামীম (রঃ) তিনি ছিলেন দক্ষিণ খুলনার আলিমকুল শিরোমনি ও উজ্জ্বল নক্ষত্র। সব মিলিয়ে এ ইউনিয়ন তথা বেদকাশী, বড়বাড়ি ও শেখ সরদার গ্রাম গুলো ইতিহাসের পাতায় অমর হয়ে আছে।

 

কয়রা উপজেলার বর্তমান ইউনিয়নের সংখ্যার দিক থেকে এ ইউনিয়নের স্থান ৬ষ্ঠ এবং লোক সংখ্যা ও আয়তনের দিক থেকে সর্ব কনিষ্ঠ। ১টি মৌজা ও ১৩টি গ্রাম নিয়ে এ ইউনিয়ন গঠিত দক্ষিণ বেদকাশী ইউনিয়ন এর থেকে পৃথক হওয়ার ফলে ইউনিয়নটি আকারে আয়তনে ছোট হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও এখানকার শিক্ষা-দীক্ষা, সামাজিদ কৃস্টি কালচার অন্যান্য ইউনিয়নের তুলনায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে। ক) নাম – উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ।

 

খ) আয়তন – ২২.৪৪ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা –২০৫২৮জন- পরিবার সংখ্যা- ৪০৭২টি  (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

৪ঘ) গ্রামের সংখ্যা – ১৩ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মটর সাইকেল/ ভ্যান।

জ) শিক্ষার হার – ৪৮%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    ৮ শিক্ষাপ্রতিষ্ঠান               ঃ ক) মহাবিদ্যালয়ঃ নেই

                                                  খ) মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৩টি।

                                                  গ) মাদরাসাঃ ০১টি।

                                                  ঘ) সরকারি প্রথমিক বিদ্যালয়ঃ ০৪টি।

                                                  ঙ) রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ  ০৪টি।

                                                  চ) স্যাটেলাইট ও কমিউনিটি বিদ্যালয়ঃ নেই।

                                                  ছ) কিন্ডার গার্টেনঃ ০১টি।

                                                 

৯- ব্যাংক                                     ঃ নেই।

১০- পোষ্ট অফিস               ঃ ০১টি।

১১- তহসিল অফিস                        ঃ ০১টি।

১২- ক্লিনিক/ স্বাস্থ্যকেন্দ্র                  ০১টি। ক) সরকারিঃ   ০০                    খ) বে- সরকারিঃ ০১টি।

১৩- ফরেষ্ট ষ্টেশন               ঃ ০০

১৪- ফরেষ্ট টহল ফাঁড়ি                     ঃ ০১টি।

১৫- পুলিশ ফাঁড়ি               ঃ একটি।

১৬- কাষ্টম হাইজ               ঃ নেই।

১৭- সমিতি (রেজিঃ)                       ঃ ১৫টি।

১৮- মসজিদ                                ১৫টি।

১৯- মন্দির                                  ১৪টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – সরদার মতিয়ার  রহমান

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – -----------ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৩/০৫/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৫/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১১/০৫/২০১৬ইং

 

সীমানাঃ

            এ ইউনিয়নের উত্তরে অবস্থিত কয়রা (সদর) ইউনিয়ন, দক্ষিণে কপোতাক্ষ নদ ও দক্ষিন বেদকাশী ইউনিয়ন। পূর্ব শাকবাড়িয়া নদী ও তৎসংলগ্ন সুন্দরবন আর পশ্চিমে কপোতাক্ষ নদ।

 

আয়তনঃ

            উত্তর বেদকাশী ইউনিয়নের আয়তন মোট ২২.৪৪ বর্গ কিলোমিটার।

 

লোক সংখ্যাঃ

            এ ইউনিয়নের লোক সংখ্যা মোট ১৫১৯৫ জন। এর মধ্যে পুরুষ মোট ৭৭১১ জন এবং মহিলা মোট ৭৪৮৪ জন।

 

জনসংখ্যার ঘনত্বঃ

            উত্তর বেদকাশী ইউনিয়নের জন বসতির ঘনত্ব প্রতিবর্গ কিলোমিটারে ৬৭৭ জন।

 

গ্রামের সংখ্যাঃ

            এত্র ইউনিয়নের গ্রামের সংখ্যা মোট ১৩ টি। যথাঃ ১) হাজত খালি ২) কাটমারচর ৩) বেদকাশী ৪) শেখ সরদার পাড়া ৫) বড়বাড়ি ৬) বতুল বাজার ৭) পাথর খালি ৮) গাজী পাড়া ৯) পাববুনিয়া ১০) শাকবাড়িয়া ১১) হরিহরপুর ১২) গাঁতির ঘেরী ১৩) পদ্ম পুকুর। ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।